Site icon suprovatsatkhira.com

সরকারি কলেজে যোগদানকৃত নবীন প্রভাষকদের বিসিএস শিক্ষা সমিতির শুভেচ্ছা

শাহীন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে ৩৬তম বিসিএসের যোগদানকৃত আটজন নবীন প্রভাষককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিট। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের রুমে তাদের এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদেব কুমার বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান ও সমিতির কেন্দ্রীয় সদস্য কাজী আসাদুল ইসলাম নবীন প্রভাষকদের ফুল দিয়ে বরণ করে নেন।
নবীন প্রভাষকদের বরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আমান উল্লাহ আল হাদী, জিয়াউর রহমান প্রমুখ।
সাতক্ষীরা সরকারি কলেজে যোগদানকৃতরা নবীন প্রভাষকরা হলেন, নাসিমা খাতুন (ইসলাম শিক্ষা), মো. শরিফুল ইসলাম (ইসলামের ইতিহাস), সাধন কুমার সরকার (ভূগোল), কাজী শাহেদ হোসেন (ব্যবস্থাপনা)। এছাড়া সরকারি মহিলা কলেজের যোগদানকৃতরা হলেন, মৌসুমি পারভিন (দর্শন) বিপাশা বিশ্বাস (দর্শন), ফারুক হোসেন (ভূগোল) ও আমিরুল ইসলাম (প্রাণিবিদ্যা)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version