Site icon suprovatsatkhira.com

সরকারি কলেজে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এক্টিভেশন কর্মসূচি

ফাহাদ হোসেন: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এক্টিভেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ উপলক্ষ্যে আলোচনা সভা, ইয়াং বাংলার লেটস টক ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমারের সভাপতিত্বে ও ইয়াং বাংলার সাতক্ষীরা জেলা টিম লিডার শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক হারুণ অর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল কাদের, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যাক্ষ আশেক-ই-এলাহী ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজিব ওয়াজেদ জয়ের একার দ্বারা বহুদূর পাড়ি দেয়া কঠিন। এজন্য দ্বায়িত্ব গ্রহণ করতে হবে তরুণদের। মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ প্রতিরোধে আমাদেরই কাজ করতে হবে। জয় বাংলা কোন শ্লোগান নয়, জয় বাংলা একটা ইতিহাস- এটা আমাদের ধারণ করতে হবে।
এসময় লেটস টক অনুষ্ঠানে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পাওয়ার পিছনের কাহিনী শোনান তালা উপজেলার হিরা পারভীন, উদ্যোক্তা হিসেবে কোয়েল পাখি পালনের গল্প শোনান সদরের মনিরুল ইসলাম, কৃষি বিপ্লবের গল্প শোনান শ্যামনগরের দেবাশীষ মন্ডল।
২০১৮ সালের এর অক্টোবরে তৃতীয়বারের মতো দেয়া হবে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা প্রতিটা সংগঠনকে এজন্য রেজিস্ট্রেশন করার আহবান জানান ইয়াং বাংলার সাতক্ষীরা জেলা টিম লিডার শেখ ফারুক হোসেন। রেজিস্ট্রেশন করা যাবে সরাসরি কিংবা অনলাইনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
পরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের রেজিস্ট্রেশন ফরম বিতরণ এবং আরাধনা একাডেমির সংগীত শিল্পী মাহবুবের পরিচালনায় মনোমুগ্ধকর জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version