এমএ মামুন, সখিপুর: সখিপুরে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের প্রতিটি মানুষ অন্ন পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবন পাবে। আজ বঙ্গবন্ধু নেই, বেঁচে আছে তার কথা। তাই প্রতিটি আওয়ামী লীগ নেতা-কর্মীর দায়িত্ব বঙ্গবন্ধুর সে স্বপ্নকে বাস্তবায়িত করা। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে সর্বদা সংগ্রাম করে যাচ্ছেন। এ দেশের অসহায় ও গরিব-দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।
রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সখিপুর ও ঈদগাহ বাজারের ডিলার পয়েন্টে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিলার শেখ শরিফুল ইসলাম পলাশ জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সখিপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাউল পাবে ১৩০০টি কার্ডধারী পরিবার। দুই জন ডিলারের মাধ্যমে ঈদগাহ ও সখিপুরে দুই ভাগে মোট ৯টি ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে। প্রতি কার্ডধারী নির্দিষ্ট এলাকার ডিলারের মাধ্যমে ৩০ কেজি করে চাউল উত্তোলন করতে পারবেন।
সখিপুরে ১০ টাকা কেজির চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন : ‘শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে সর্বদা সংগ্রাম করে যাচ্ছেন’
https://www.facebook.com/dailysuprovatsatkhira/