Site icon suprovatsatkhira.com

সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে ডায়াবেটিস এবং চর্ম ও যৌন রোগের উপর এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে রোগী দেখেন খুলনা গাজী মেডিকেল কলেজের ডা. শামীমা আক্তার (রিতা) ও ডা. এমএ কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাস’র সমৃদ্ধি কর্মসূচির ডা. মনোজ কুমার হালদার ও শামীমা খাতুন।
এ ব্যাপারে সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, ডায়াবেটিস ও চর্ম রোগের সমস্যা আজকাল অনেকেরই। আমরা এ পর্যন্তÍ সখিপুরে ১৩টি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যেমে দুই হাজার ৮৫ জনকে বিভিন্ন রোগের উপর স্বাস্থ্যসেবা প্রদান করেছি। চলতি বছর সাসের সহযোগিতায় সখিপুরে আরও চারটি বিষয়ের উপর (নাক-কান-গলা, বক্ষব্যাধি, নিউরোমেডিসিন ও চক্ষু) স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version