Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় জীবন (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রিপন বিশ্বাস ও জাহিদ আহত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াঁবেকী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হেঞ্চি গ্রামের দিনমজুর নিমাই এর ছেলে এবং হেঞ্চি বঙ্গবন্ধু হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে জীবন তার সহপাঠীদের সাথে সাইকেলে করে বাড়ি ফিরছিলো। এসময় স্কুলের খেলোয়াড়দের বহনকারী দুটি ভ্যানের প্রতিযোগিতার বলি হয় জীবন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এছাড়া আহত রিপন বিশ্বাসের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয় ও জাহিদের ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, জীবনের সৎকার শেষে লিখিত একটি এজাহার শ্যামনগর থানায় জমা দেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version