কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে ভিএসও’র উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভিএসও’র আয়োজনে শ্যামনগর গ্রামীণ হোটেলের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শ্যামনগর সদর ও কাশিমাড়ী ইউনিয়নের ১১টি ক্লাবের ২৩ জন সদস্য। ক্লাবগুলো হল পূর্ব গোবিন্দপুর এভারগ্রীন যুব সংঘ, গোবিন্দপুর সোনার বাংলা সংঘ, হাটছালা একতা যুব সংঘ, কাশিমাড়ী কিংস্টার যুব সংঘ, ঘোলা যুব সংঘ, বেতাঙ্গী যুব সংঘ, খুটিকাটা শাপলা যুব সংঘ, দেওল একতা যুব সংঘ, আশার আলো যুব সংঘ, জাওয়াখালী যুব সংঘ ও যাদবপুর যুব সংঘ।
সমাজে বাল্যবিবাহ রোধে একজন সচেতন নাগরিক হিসেবে কি কি করণীয়, স্থানীয় সরকার, প্রশাসন এর ভূমিকা কি হতে পারে বা আমাদের নৈতিক দায়-দায়িত্বগুলো কি হওয়া উচিৎ সেগুলো কর্মশালা ও আলোচনার মাধ্যমে উঠে আসে।