শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে গণনাকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আ. রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর মহিলা কলেজের অধ্যাপক মহিত কুমার মন্ডল, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন প্রমুখ। প্রশিক্ষণে সাতজন সুপারভাইজার অংশ নেন।