Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে এমপি জগলুল হায়দারের সমাবেশে জনতার ঢল

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং সফলতা প্রচারে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, আমি তার সাথে কাজ করতে প্রস্তুত, আমি এমপি হতে চাই না, আমি মানুষের ভালোবাসা পেতে চাই। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও আমি বিন্দুমাত্র পিছপা হব না, আমি আপনাদের সেবক হয়ে থাকবো।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে তা আজ বিশ্বের দরবারে ইতিহাস করেছে। বাংলাদেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনাকে ভোট দিতে হবে। আমরা জানি অনেকেই ধর্মের দোহাই দিয়ে ধর্মকে পুজি করে ভোট নিতে চান। আপনারা এসব ভ-দের থেকে সাবধান থাকবেন। ধর্মের লেবাস লাগিয়ে যারা ব্যবসা শুরু করেছে তাদের থেকে দূরে থাকতে হবে। সাংসদ তার বক্তব্যে এলাকার উন্নয়নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, উন্নয়ন কি করেছি আর কি করেনি সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। আপনার আজ যে রাস্তা দিয়ে হেটে এসেছেন সেটি কোন অবস্থায় ছিলো তা আপনাদের কারো অজানা নয়, অনেকেই এই রাস্তাটিকে মহাসড়ক হিসেবে নামকরণ করেছেন। উপজেলার অধিকাংশ রাস্তাঘাট, বিদ্যালয়সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে সাংসদ জগলুল হায়দার বলেন, এই উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। এভাবে উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রীর নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি এমপি হতে চাই না জননেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য বাবলুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য অসীম জোয়ারদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজসহ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version