Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: ‘সাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শ্যামনগরে যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) সীডস্ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক ও বারসিক কর্মকর্তা মো. আল ইমরান। শ্যামনগর সদরের মর্ডান স্কুল ও হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সদরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা র‌্যালিতে অংশগ্রহণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version