Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের ভেটখালী বাস স্ট্যান্ডের বেহাল দশা

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাস স্ট্যান্ডের বেহাল দশার সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিন সংস্কারের অভাবে বাস স্ট্যান্ডটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত সামান্য বৃষ্টিতে পানিতে ভরে যায়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাস স্ট্যান্ডে বড় বড় গর্ত তৈরী হয়েছে। এসব গর্তে পানি জমে আছে। ভেটখালীতে বাস রাখার নির্দিষ্ট কোন স্থান না থাকায় বাসগুলো সড়কের উপরে থাকে। সড়কের এক পাশে বাস থাকে এবং অন্য পাশে পানি বেধে থাকে। এতে সাধারণ পথচারী, মটর সাইকেল, বাইকেল, ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভেটখালীতে বাস রাখার জায়গা না থাকায় বাসগুলো রাস্তায় থাকে। গাড়ি পার্কিংয়ের কারণে রাস্তা নষ্ট হচ্ছে। বর্তমানে রাস্তায় পানি জমে কাদা হওয়ার কারণে আমাদের ব্যবসা পরিচালনা করতে সমস্যা হচ্ছে।
এলাকাবাসী ভেটখালীতে একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ এবং সড়কসহ বাসস্ট্যান্ড সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version