Site icon suprovatsatkhira.com

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার: মুস্তফা লুৎফুল্লাহ

খায়রুল আলম, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে খলিষখালী ইউনিয়নের সাবেক চেয়াম্যান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক সাবীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সবুর, শিক্ষক ফারুক সরদার, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হাওলাদার, ইউপি চেয়াম্যান মোজাফফার রহমান, সরদার কওছার আলী, শিক্ষক কামালউদ্দিন, রজনীকান্ত গাইন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশকে অনেক দূর পিছিয়ে দেওয়া হয়েছিল। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় শিক্ষার উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হতে যাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version