সাকিবুল গাজী
কখনো ভাববো না প্রিয়া
এই পথ শূন্য হবে-
তব চরণ ধুলি না পেয়ে,
আপনা কামিনী-পুষ্প
বিরহে মাতাল শায়িত-
হেটে যাওয়া তোমার পথ চেয়ে।
ভোরের দোয়েল যখন
জানালার কাঁচে ঠোকরাবে,
আমি ভাববো- এই তুমি এলে;
অধরে ফুঁটে যদি তবে
রক্তিম গোলাপ-পাঁপড়ি,
সকল অভিমান মুছে ফেলে।
তারপর মিলন যাত্রায়
এক ঝাঁক প্রজাপতি,
কামিনী-পুষ্পে দলবেঁধে নেচে যাবে;
তখন মোদের শূন্যতা
ওগো প্রিয়া- একটু একটু করে,
ভালোবেসে দুটি মনে পূর্ণতা পাবে।
……………………………………………………..
https://www.facebook.com/dailysuprovatsatkhira/