মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তালিকার চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক জানান, জেলা পর্যায়ে পাঠানো তালিকায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, শ্রেষ্ঠ শিক্ষিকা পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেহানা খাতুন, শ্রেষ্ঠ বিদ্যালয় বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি খেজুরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাওছার আলী, শ্রেষ্ঠ বিদুৎসাহী সমাজকর্মী হিসেবে সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া মৃধাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজ হাসান শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের ৫ম শ্রেণির ছাত্র প্রদীপ্ত কুমার মÐল, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে প্রাথমিক শিক্ষা অফিসের জি এম সিরাজুল ইসলাম ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হিসেবে সাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের নাম রয়েছে।
এই তালিকায় স্থান পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান জেলা পর্যায়ে প্রতিদ্ব›িদ্বতা করে জয়ী হলে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
এই চুড়ান্ত তালিকা প্রকাশ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) ও সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির আহমেদ, ইন্সট্রাক্টর লোকমান কবির, উপজেলা ক্রীড়া সম্পাদক আফসার আলি প্রমুখ।
শিক্ষা পদক: দেবহাটায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/