শার্শা (বেনাপোল) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার ৩০টি মণ্ডপে চলছে প্রস্তুতি। এর মধ্যে শার্শা থানায় ২১টি আর বেনাপোল পোর্ট থানায় ৯টি ম-পে পূজা উদযাপন করা হবে।
বুধবারে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ ম-পে প্রতিমা তৈরীর কাজ শেষে রং তুলির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা তাদের হাতের কারুকার্য ও রং তুলি দিয়ে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন। কিছু কিছু ম-পে চলছে ডেকোরেশনের কাজ।
প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি ম-পে সরকার অনুদান দিচ্ছে বলে জানা গেছে। পূজায় আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের তিনটি মোবইল টিম কাজ করবে বলে জানা গেছে।
যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসবের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, পূজা চলাকালীন ম-পগুলোতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার থাকবে। এ বিষয়ে পূজা উদযাপন কমিটিগুলোর সাথে মতবিনিময় করা হবে।
শার্শায় ৩০টি পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/