Site icon suprovatsatkhira.com

যুব নর ও নারীদের প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সুযোগ বিষয়ক সেমিনার

যুব নর ও নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ক্যাথলিক মিশন হলরুমে সাতক্ষীরায় মানবাধিকার সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন সংস্থা (হেড) এর আয়োজনে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। হেড সংস্থার কার্যকরী পরিষদের সভাপতি খুলনা বিএল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আব্দুল কাদের, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, একশন এইড বাংলাদেশ ডেপুটি ম্যানেজার মো. হাতেম আলী, টিটিসি অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মিজানুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমুখ।
সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর আহছান ইসলাম মিঠুর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, বরসা’র সহকারি পরিচালক মো. নাজমুল আলম মুন্না, মো. ফারুক হোসেন, শুধাংসু শেখর সরকার, শিক্ষক মাহবুবুল হক, যুবক যুবতী কমিটির সদস্য আছিয়া খাতুন, শাহিন হোসেন, জিএম মনিরুজ্জামান, মনিরুজ্জামান টিটু ও ফারুক হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version