Site icon suprovatsatkhira.com

মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: এমপি রবি

ডেস্ক রিপোর্ট: “মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে বলেই দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে।”
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সরদ উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুলের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
স্কুলের বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের গ্রহন্থগারিক মুকুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো মমিনুর রহমান মুকুল, প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক এসএম শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বিশ^জিৎ সাহা, তনু সাহা, কামরুল ইসলাম, হাজেরা খাতুন, সামছুর রহমান, লোকমান হোসেন, ডা. জিয়াউর রহমান, আব্দুর রশিদ, আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version