Site icon suprovatsatkhira.com

মাদ্রাসা শ্রেণিকক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার মাধবকাটি দাখিল মাদ্রাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে, তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে তা নিশ্চিত করা যায়নি।
ওই গৃহবধূর নাম রেখা খাতুন (৩২)। তিনি মাধবকাটি গ্রামের মিলন হোসেনের স্ত্রী। তাদের বাড়ির পাশেই মাধবকাটি দাখিল মাদ্রাসা।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ফাতেউর রহমান জানান, এখনই বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা সম্ভব নয়।
প্রতিবেশিরা জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে স্থানীয়রা তা মিটিয়ে দেন। পরে তারা স্বামী-স্ত্রী তিন মাস আগে ঢাকা চলে যান।
উপপরিদর্শক আরও জানান, ঢাকা থেকে ১৫ সেপ্টেম্বর রেখা ও তার স্বামী মিলন গ্রামে ফিরে আসেন। এরপর রাতে তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। রেখার আগের স্বামীর পক্ষের দুটি ছেলে-মেয়ে রয়েছে।
তিনি জানান, ময়না তদেন্তর জন্য রেখার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version