ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার মাছখোলায় আওয়ামী লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার বিএম শামছুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, আব্দুর রশিদ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেষ চন্দ্র মন্ডল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, পৌর কৃষক লীগের আহবায়ক এসএম শামছুজ্জামান জুয়েল, যুগ্ম আহবায়ক শাহ মো. আনারুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. ফারুক হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (বাবুসানা), মো. নূর ইসলাম (মগরেব), মো. ফজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজ উদ্দীন ঢালী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মাছখোলা বাজার কমিটির সভাপতি মো. শাহাবুদ্দীন (বতু), সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজান আলী প্রমুখ ।
জনসভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বয়ে যায়। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে বিগত সরকারের তুলনায় শেখ হাসিনার সরকারের আমলে বহুগুণ উন্নত হয়েছে। শেখ হাসিনার সরকার প্রতিটি গ্রামকে মডেল গ্রামে রূপান্তরিত করতে বদ্ধপরিকর। বক্তারা আরো বলেন, আজকের বিশাল জনসমুদ্র প্রমাণ করে শেখ হাসিনা সরকার জনগণের সরকার। তিনি জনগণের কল্যাণেই কাজ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করে নৌকা প্রকীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। এ সময় বক্তারা যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মাছখোলায় আ’লীগের বিশাল জনসভায় বক্তারা : যাকে দলীয় মনোনয়ন দেওয়া হবে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/