মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি জোগাবে নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে মণিরামপুরে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরীফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার, মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মানিক সরকার, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন মেল, মণিরামপুর বনিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের নেতা তপন কুমার পবন,উপ-সহকারি কৃষি অফিসার প্রদীপ কুমার বিশ^াস, চৈতন্য কুমার দাস, অঞ্জলী জোয়াদ্দার, সঞ্জয় দাস, অচিন্ত কুমার ভৌমিক, আসাদুজ্জামান, নার্সারী মালিক আব্দুল করিম, আতিয়ার রহমান প্রমুখ।
এরপর ফিতা কেটে অনুষ্ঠানের প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন। উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এবারের ফলদ বৃক্ষমেলায় মোট ১৬টি স্টল বসেছে। উদ্বোধনী দিনে মেলায় আগত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নানান জাতের ফলের চারা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
মণিরামপুরে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/