মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ৪৭তম বাংলাদেশ জাতীয় (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী খেলাধূলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এদিন ফুটবলের ফাইনালে (বালক) টাইব্রেকারে উপজেলার বালিদা-পাঁচাকড়ি মাধ্যমকি বিদ্যালয় ৫-৪ গোলের ব্যবধানে রাজগঞ্জ মাধ্যমকি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালিকা গ্রæপে পোড়াডাঙ্গা আরসি মাধ্যমকি বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে কুয়াদা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
হ্যান্ডবলে সাতগাতি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক উচ্চ বিদ্যালয়। কাবাডিতে কালারহাট মাধ্যমকি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক উচ্চ বিদ্যালয়। খেলা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার, উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, রিসোর্স অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, একাডেমিক সুপার মাসুদ হোসেন, অধ্যক্ষ শহিদুল্লাহ, এসএমএ ওয়াদুদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মহিউদ্দীন, আব্দুল লতিফ, তৌহিদ এলাহি, বিশ্বজিত কুমার, দিলীপ রায় প্রমুখ।
মণিরামপুরে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/