মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুদকের উদ্যোগে উপজেলার কাটাখালী গ্রামের কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্থানীয় সততা সংঘের আয়োজনে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অরুন কুমার নন্দন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্বাস উদ্দীন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে।
অন্যান্যের মধ্যে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রঞ্জন কুমার সরকার, দাতা সদস্য নিরোদ মন্ডল, হরিদাসকাটি ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক হরপ্রসাদ রায়সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ ও ভিক্ষাবৃত্তিকে না বলার জন্য উদ্বুদ্ধ করেন এবং এই ভিশনকে সামনে নিয়ে উপস্থিত সকল শিক্ষার্থীকে অঙ্গিকারাবদ্ধ করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষভাবে তাগিদ দেন।