মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের অসহায়-দরিদ্রদের প্রাপ্য ভিজিএফ এর ৩’শ ৩ বস্তা চাল বিক্রির পর উপজেলা প্রশাসন কর্তৃক জব্দ এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলগালা করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ২১ দিনেও প্রতিবেদন দাখিল করেনি। অভিযোগ উঠেছে বিক্রি যোগ্য নয়, সরকারি ওই বিপুল পরিমাণ চাল বিক্রয় ও ক্রয়ের সাথে জড়িতরা রক্ষা পেতে বিভিন্ন নেতার কাছে তদবিরসহ তদন্ত কমিটিকে ম্যানেজ করতে জোর চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী জানিয়েছেন, তদন্তের স্বার্থে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে। অবশ্য সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, কোন তদবিরে কাজ হবে না, তদন্তে প্রমাণ মিললে কাউকে ছাড় দেয়া হবে না। তবে সরকারি চাল জব্দের ঘটনার পর অনেক দিন পার হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন ভিজিএফ এর ওই চাল ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যারা বিক্রয়-ক্রয়ের সাথে জড়িত তারা প্রভাবশালী। ফলে যে কোন উপায়ে তারা পার পেয়ে যেতে পারে।
উল্লেখ্য, গত মাসের ২০ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন উপজেলার হরিহরনগর ইউনিয়নের খাটুরা বাজারের নুর ইসলামের আড়ৎ থেকে ভিজিএফএর ৩’শ ৩ বস্তা চাল জব্দ করে। এ সময় ব্যবসায়ী নুর ইসলামের আড়ৎটি সিলগালা করে দেওয়া হয়।
মণিরামপুরে ভিজিএফ চাল জব্দের ঘটনায় তদন্ত নিয়ে গড়িমশি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/