Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলার সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরীফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুশান্ত কুমার তরফদার, মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মণিরামপুর মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর পৌরসভার কাউন্সিলর গোপাল চন্দ্র মল্লিক, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন নাহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মানিক সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শাহনাজ, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন মেল, উপ-সহকারি কৃষি অফিসার প্রদীপ কুমার বিশ^াস, চৈতন্য কুমার দাস, অঞ্জলী জোয়াদ্দার, ফরহাদ শরিফ, সঞ্জয় দাস, অচিন্ত কুমার ভৌমিক, আসাদুজ্জামান, নার্সারী মালিক আব্দুল করিম প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি একটি নারকেল গাছের চারা রোপণ করেন ও মেলার স্টল ঘুরে দেখেন। জানা যায়, ফলদ বৃক্ষমেলায় মাল্টা চাষী উপজেলার মুজগুন্নী গ্রামের আব্দুল করিম ওরফে মাল্টা করিমের স্টল থেকে দেড় লক্ষাধিক টাকার মাল্টার চারা বিক্রয় করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version