মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল মান্নানকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আজিবর রহমান (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে। বর্তমানে আশংকাজনক অবস্থায় গুরুতর আহত ওই ইউপি সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকুরিয়া ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় বিএনপি নেতা জয়পুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আব্দুল মান্নান গ্রামের উত্তরালী মোড়ে হেলালের চায়ের দোকানে বেঞ্চে বসে ছিলেন। এ সময় সেখানে চার থেকে পাঁচজন মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী এতোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত ভেবে তাকে পাশে মাঠের ভীতর ফেলে রেখে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় রাত ১২টার দিকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ওই রাতে ঢাকায় নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সোমবার (১০ সেপ্টেম্বর) ইউপি সদস্য আব্দুল মান্নানের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে মণিরামপুর থানায় একটি মামলা করেন। এরপরেই পুলিশ জয়পুর গ্রামের তবিবর রহমানের ছেলে আজিবর রহমানকে গ্রেফতার করে।
মণিরামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ১
https://www.facebook.com/dailysuprovatsatkhira/