মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক কিশোরী (১৫)। সুমি উপজেলার দেলুয়াবাটি গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। সে স্থানীয় টুনিয়াঘরা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাশিপুর গ্রামের সোহাগ হোসেনের সঙ্গে তার বিয়ের আয়োজন করে সুমির পরিবার। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থল কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সুমির বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে কনেকে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে দেওয়া হয়েছে। তাদেরকে সতর্ক করা হয়েছে, ১৮ বছর বয়সের আগে সুমিকে বিয়ে দেওয়া যাবে না। এর ব্যত্যয় ঘটলে কনের বাবাসহ মেম্বরকে জেলে যেতে হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/