মণিরামপুর (যশোর) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের সার্ভার সমস্যায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদন করতে বিড়ম্বনায় পড়েছেন মণিরামপুরের শিক্ষার্থীরা। সমস্যা শুধু মণিরামপুর নয়, দেশব্যাপী একযোগে এ সমস্যা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় একাধিক ভর্তির প্রক্রিয়ায় প্রস্তুতি গ্রহণকারী অনলাইন প্রতিষ্ঠানের মালিক। এর ফলে হতাশার মধ্যে পড়েছেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীসহ অভিভাবকরা।
সরকারি ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১ সেপ্টেম্বর ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এদিকে ভর্তির ঘোষণা আসার পর সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীরাসহ অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের ভর্তির জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছেন। অভিভাবকদের মধ্যে অনেকেই আছেন গ্রামের সাধারণ মানুষ। ফলে সার্ভার সমস্যা কি? এবং তা শোনার পর অভিভাবকদের পাশাপাশি অনেক শিক্ষার্থীও পড়েছে চরম হতাশার মধ্যে।
এ ব্যাপারে জানতে চাইলে পৌর শহরের অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শফিয়ার রহমান বলেন, ১ সেপ্টেম্বর ভর্তির আবেদন করার কথা থাকলেও সার্ভার সমস্যায় তার প্রতিষ্ঠান থেকে এখনো পর্যন্ত একটি আবেদনও করা সম্ভব হয়নি।
পৌর শহরের অপর এক প্রতিষ্ঠান মালিক আসাদুজ্জামান আসাদ জানান, মাত্র দুই দিন রাত ২টার দিকে সার্ভার সমস্যা না থাকায় কিছু আবেদন করা গেলেও সিরিয়ালে পড়ে রয়েছে অনেক।
এদিকে ভর্তির আবেদন করার সামনে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। সে কারণে এক প্রতিষ্ঠানে গিয়ে সার্ভার সমস্যার কথা শুনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছুটছেন আরেক প্রতিষ্ঠানে। সেখানেও একই কথা শোনার পর হতাশায় ভেঙে পড়ছেন তারা। অবশ্য আবেদন সম্পন্নকারী প্রতিষ্ঠানের মালিকরা বলছেন খুব শীঘ্রই সার্ভার সমস্যা কেটে যাবে।
মণিরামপুর সরাকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় ও তৃতীয় বর্ষে ভর্তির ফরম পূরনের জন্য অনলাইনে চাপ দেখা দিয়েছে। যে কারণেই সার্ভার সমস্যা হচ্ছে বলে তিনি মনে করেন।
মণিরামপুরে অনলাইন জটিলতায় বিড়ম্বনার শিকার অনার্স ভর্তিচ্ছুরা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/