Site icon suprovatsatkhira.com

ভোমরায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: ভোমরায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৩৭তম এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভোমরা স্থলবন্দরের রাফসান এন্টারপ্রাইজে এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের খুলনা জোনের হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মাহবুব আলম, সাতক্ষীরা শাখা ম্যানেজার শেখ আব্দুস সালাম, জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
শুরুতে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর রাফসান এন্টারপ্রাইজের এজেন্ট ব্যাংকের পরিচালক কবির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী অহিদুল ইসলাম, খালিদ হাসান শান্ত, সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version