Site icon suprovatsatkhira.com

ভোগান্তির আরেক নাম শাহপুর-মেশারডাংঙ্গা সড়ক

খেশরা (তালা) প্রতিনিধি: ভোগান্তির আরেক নাম তালার খেশরার শাহপুর-মেশারডাংঙ্গা সড়ক। তিন কিলোমিটারের এই কাঁচা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের নেই কোন উদ্যোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পুরনো এই মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তা দিয়ে সাইকেল, ভ্যান, মটরসাইকেল, ইঞ্জিনভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করতে পারছে না। অনেক ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবহন। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলোয় পানি জমে খাদে পরিণত হয়। তখন রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এই রাস্তাটি দিয়ে খেশরা ইউনিয়নের শাহপুর, হরিহরনগর, মুড়াগাছা গ্রামসহ বিভিন্ন এলাকার জনগণ প্রতিনিয়ত বুধহাটা, আশাশুনি, মৎসকাটি, কাঁদাকাটি, সাতক্ষীরা শহর, পাটকেলঘাটা বাজার, দলুয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে।
শাহপুর গ্রামের রায়হান গোলদার জানান, আমাদের প্রতিনিয়ত বুধহাটা, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। রাস্তাটি অত্যন্ত খারাপ হয়ে খুব কষ্ট হয়। সময়ও বেশি লাগে। এই রাস্তাটির দুইপাশে প্রায় আটশ চিংড়ির ঘের রয়েছে। রাস্তাটির বেহাল দশার কারণে ঘের ব্যবসায়ীরাও চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে।
দিদারুল গাজী নামে এক ঘের ব্যবসায়ী জানান, রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় ঘেরে যাতায়াত করতে এবং জিনিসপত্র আনা নেওয়া করতে আমাদের অনেক অসুবিধা হয়। রাস্তার বেহাল দশার কারণে সময়মত বাজারে মাছ নিয়ে যেতে পারি না। যার ফলে কম দামে বিক্রি করতে হয়।
এ ব্যপারে খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটি দ্রুত সংস্কারসহ পাকা করার জন্য চেষ্টা চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version