Site icon suprovatsatkhira.com

ভাদড়া হাফিজিয়া মাদরাসায় কুরআন পাঠদান উদ্বোধন

আলমগীর কবীর, ঘোনা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদরাসায় গত এক বছরে অর্ধশতাধিক ছাত্রকে পবিত্র কুরআন পাঠদান করা হয়েছে।
শুক্রবার (১৪ সেক্টেম্বর) সন্ধ্যায় এ মাদরাসায় দ্বিতীয় বারের মত দেখে পড়া ও মুখস্থ পাঠদানের উদ্বোধন করা হয়েছে। মাদরাসার সভাপতি মো. খায়রুল বাশারের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক হাফেজ মো. রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হযরত মুফতি মাওলানা সাইফুল্লাহ সাহেব, বাঁশদহা রথখোলা কওমিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, মাদরাসা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আজগার আলী, বাউকোলা হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আতিকুর রহমান (সোহাগ), মীর আব্দুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মাজেদ, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহিরুল আলম (টুটুল), শিক্ষক মো. ইমামুল হোসেন, শিকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বনিআমিন, মেম্বর আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার সুমন কবীর, আইনুল দফাদার, মো. খোরশেদ, মীর নজরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, হাফেজ আব্দুল কাদের, ইয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, খালিদ হোসেন গুফরান, কবীরুল ইসলাম, মো. ইউনুচ আলী, আশরাফুল ইসলাম প্রমুখ।
এসময় মাদরাসায় গত এক বছর পূর্বে ভর্তি হওয়া নয় জন কে প্রাথমিক কায়দা থেকে কুরআন শরীফ দেখে পড়া এবং চার জন ছাত্রকে নাজরানা কুরআন শরীফ থেকে কুরআন শরীফের মুখস্থ ছবক পড়ানো হয়। এসব শিক্ষার্থীরা হলো- আবুজার, সাব্বির, সজিব, হাবিব, বুরহান, ফারহাদ, মোমিনুর, সাজু, অলিদ, তৈয়েমুর, আবুল হোসেন ও মারুফ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version