বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বড়দল ইউনিয়নের নড়েরাবাদ গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকালে উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস এর সেফটি প্রজেক্টের আয়োজনে নড়েরাবাদ গ্রামের পূর্বপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে অংশ গ্রহণ করে সেফটি প্রজেক্টের ২৫ জন ও অন্যান্য ৮০ জন চাষী। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রজেক্ট ম্যানেজার শহিদুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন উইনরক জেলা ব্যবস্থাপক শংকর বিশ^াস, ইউপি সদস্য দিলিপ কুমার সানা, সাংবাদিক চন্দ্রকান্ত মন্ডল, চাষী অমল মন্ডল প্রমুখ। সেফটি প্রজেক্ট প্রতি শতকে চার কেজি গলদা ও চার কেজি সাদা মাছ উৎপাদনের লক্ষ্যে নড়েরাবাদে কাজ করছে। এ সময় সবাইকে মৎস্য চাষে উৎসাহিত করতে বিভিন্ন আলোচনা করা হয়।