Site icon suprovatsatkhira.com

বৈকারী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

ঘোনা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ০১নং ওয়ার্ডের কালিয়ানি, ০২নং ওয়ার্ডের ছয়ঘরিয়া, ০৬নং ওয়ার্ডের বৈকারীর ভোটারদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, বৈকারী ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. কওসার আলী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক (ইনজা), ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর, ইশারুল ইসলাম ও জুলফিকার আলী জুলু।
আগামী সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বৈকারীর ০৪নং ওয়ার্ড ও ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বৈকারীর ০৫নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এছাড়া খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ০৩নং ওয়ার্ডের খলিলনগর ০৯টা-১২টা, ০৯নং ওয়ার্ডের পশ্চিম কাথন্ডা ১২টা-০৩টা পর্যন্ত, বুধবার ২৬ সেপ্টেম্বর ৭নং ওয়ার্ডের মৃগীডাংগা ৯টা-১২.৩০মি, ০৮নং ওয়ার্ডের পূর্ব কাথন্ডা ১২.৩০মি-০৩টা, ০৮নং ওয়ার্ডের কয়ারপাড়া কার্ড বিকাল ৩টা-৪টা পর্যন্ত বিতরণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version