শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার সময় বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠ থেকে দুই দিনে মোট ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর হক জানান, গোপন সংবাদে জানতে পেরে বৃহস্পতিবার সকালে এবং শুক্রবার রাত ১টার সময় অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, ৬০০ বোতল ফেনসিডিল যশোর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
8,589,256 total views, 5,942 views today