Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনী পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্য সেবা!

স.ম ওসমান গণী, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা পেয়ে আসছে সুন্দরবন উপকূলীয় মানুষ। পোড়াকাটলা, ভামিয়া, দুর্গাবাটী, দাতিনাখালী, নীলডুমুরের জনসাধারণের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক। কিন্তু সংস্কারের অভাবে পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকের বেহাল দশার সৃষ্টি হয়েছে। ক্লিনিকের ল্যাট্রিন, ভবনের জানালা, দরজা, টিউবওয়েলসহ ছাদ দুর্বল হয়ে পড়েছে। ক্লিনিকের এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত স্বাস্থ্য সেবা দিচ্ছে স্বাস্থ্য কর্মীরা। এলাকাবাসীর দাবি, দ্রুত ক্লিনিকটি সংস্কার করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। জানালা জং ধরে নষ্ট হয়ে গেছে। প্লাস্টার খসে খসে পড়ছে। নলকূপ দিয়ে ঠিক ঠাক পানি উঠছে না। বৃষ্টির সময় ছাদ থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে। এতে ক্লিনিকের অনেক গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট হয়ে যায়।
সেবা নিতে আসা গর্ভবতী রিপা পারভীন বলেন, আমরা অসুস্থ মহিলারা এখানে সেবা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ি। আমার মত অনেকে এখানে সেবা নিতে এসে খাবার পানিও পায় না। এখানকার নলকূপ দিয়ে ঠিকঠাক পানি ওঠে না। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভয়ে ভয়ে থাকতে হয়। তাই গ্রামের মানুষ বাধ্য হয়ে ২৫ কিলোমিটার দূরে প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে যাচ্ছে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান জানান, এই কমিউনিটি ক্লিনিকে রোগীদের স্বাস্থ্য সেবা দিতে আমাদের খুব সমস্যা হয়। গত পাঁচ বছর যাবৎ এই করুণ অবস্থা। তাছাড়া এখানে একটি প্রাচীরের খুব প্রয়োজন। আমরা আমাদের ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলকে জানানোর পর তিনি কমিউনিটি ক্লিনিকটি সংস্কারের আশ্বাস প্রদান করেছেন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিকট দাবি জানাই, যাতে পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক যেন দ্রুত সংস্কার হয়।
পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য স্বপন হালদার বলেন, গত চার মাস আগে এই ক্লিনিকের ছাদের দুরবস্থা দেখে ইউনিয়ন পরিষদ থেকে আমরা তাৎক্ষণিক ৫০ হাজার টাকা বরাদ্দ নিয়ে এ্যালবেস্টর দিয়ে সংস্কার করি। তবে এটি ক্ষণিকের জন্য। আমরা স্থায়ীভাবে কাজ করার জন্য উপজেলা স্বাস্থ্য অফিসে নিয়মিত যোগাযোগ করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version