Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনী ইউপির ২নং ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে দলের পার্টি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাহতাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়াদ্দার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, গাজী গোলাম মোস্তফা, মোছা. খাদিজা খাতুন, শ্রীমতী লক্ষী রানী শীল, মো. আব্দুর রশিদ, মাস্টার নিমাই চন্দ্র ম-ল, ইউডিসি উদ্যোক্তা এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের তথ্যচিত্র প্রচার করে নৌকার জন্য ভোট চেয়ে আগামী ১১তম সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। যেই সাতক্ষীরা-৪ আসনে নৌকার মাঝি হয়ে আসবে আমরা তার সাথে কাজ করব। বুড়িগোয়ালিনী ইউনিয়নকে আওয়ামী লীগের ঘাটি তৈরি করতে হবে। আওয়ামী সরকার মানে বাংলার মানুষের উন্নয়ন এজন্য আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বার বার দরকার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version