বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজারের বিভিন্ন পয়েন্টে সোলার বাতি স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র আ ব ম মোছাদ্দেক।
কাবিখা’র অর্থায়নে ও বুধহাটা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধহাটা বাজারের ভ্যানস্ট্যান্ড, ঠাকুরের মোড় ও নিমতলা মোড়ে একটি করে সোলার বাতি স্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজওয়ান আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আছাফুর রহমান, সাংবাদিক শেখ বাদশা প্রমুখ।
উদ্বোধনকালে চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক বলেন, বাজারের মধ্যে গভীর রাতে অন্ধকার থাকায় সিসি ক্যামেরায় অনেক সময় রাতে চলাচলকারী ব্যক্তিদের সনাক্ত করা সম্ভব হয় না। প্রথম ধাপে ৩টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সোলার বাতি স্থাপন করে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বুধহাটা বাজারে সোলার বাতি স্থাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/