সেপ্টেম্বর ৯, ২০১৮
বুধহাটা বাজারে ফুটপাত দখল করে যত্রতত্র দোকান বসানোয় যানজট!
বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ভ্রাম্যমাণ দোকান বসানোয় সড়ক সংকোচিত হয়ে পড়েছে। সড়কের পাশের দোকানে প্রতিনিয়ত মালামাল ওঠানামা করায় যানজট সৃষ্টি হচ্চে। এতে ক্রেতা ও পথচারীদের ভোগান্তি দিনদিন বাড়ছে। 8,768,910 total views, 633 views today |
|
|
|