Site icon suprovatsatkhira.com

‘বিশ্বকাপ ফুটবলেও বাংলাদেশ একদিন স্থান করে নেবে’

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন দেশ গড়ার কারিগর। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে খুদে খেলোয়াড়রা অল্পবয়স থেকেই তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। এই খেলোয়াড়রা বাংলাদেশকে আগামীতে বহুদূর নিয়ে যাবে। আজকের খুদে ফুটবলাররা আগামীতে বিশ্বকাপ খেলবে। দেশের ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে আরো এগিয়ে যাবে। ফুটবল বিশ্বকাপেও বাংলাদেশ একদিন স্থান করে নিতে সক্ষম হবে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রাণি সম্পদ অফিসার বিষ্ণু পদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, সাবেক উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মডেল পাইলট হাইস্কুলর প্রধান শিক্ষক মোদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সখিপুর ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, মোখলেছুর রহমান, আব্দুল করিম, হাফিজুর রহমান, নির্মল কুমার মÐলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উদ্বোধনী খেলায় সখিপুর ইউপি একাদশ ৫-০ গোলে কুলিয়া ইউপি একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে আজ বুধবার বেলা ৩টায় একই মাঠে পারুলিয়া ইউপি একাদশ ও দেবহাটা সদর ইউপি একাদশ মুখোমুখি হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version