বাম গণতান্ত্রিক জোট, সাতক্ষীরা জেলার কর্মী সভা শুক্রবার বিকালে শহরের রাজার বাগানস্থ বাসদের ভ্যানগার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাসদ’র জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক এটিএম রইফ উদ্দীনেকে আহ্বায়ক করে ১৫ (পনেরো) সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
সভায় ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা, কৃষক-ক্ষেতমজুর ও ভূমিহীন সংগ্রাম কমিটির খলিশখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম কবিরাজকে গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আহুত ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে জেলা নির্বাচন অফিস অভিমুখে মিছিল এবং স্মারকলিপি পেশের কর্মসূচি সফলের আহবান জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্তিক দল বাসদ’র এর জেলা সদস্য শেখ আজাদ হোসেন বেলাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক এটিএম রইফ উদ্দীন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক চিত্তরঞ্জন সরকার, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সদস্য সুরত আলী, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদ’র জেলা বর্ধিত ফোরাম সদস্য ইশারত আলী, শীর্ষেন্দু মল্লিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোটের সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/