Site icon suprovatsatkhira.com

বাংলাদেশে কেউ গৃহহারা থাকবে না: এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের আগরদাঁড়ি গ্রামের কারিগর পাড়ায় উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকালে সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, জেলা ওলামালীগের সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত উল্লাহ, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম ময়না প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, আমি আপনাদের কাছে নৌকার পক্ষে ভোট চাই। আপনারা নৌকায় ভোট দেন, দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাঙালি জাতির ভাগ্যোন্নয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতা, মুক্তিযোদ্ধা সম্মানীভাতাসহ ৪০টি প্রকল্পের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নতি হবে। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আমার এ কথা মানুষের কাছে পৌঁছে দিবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আগামীতে ক্ষমতায় আনবেন। আমাদের লক্ষ্য স্বাধীন বাংলাদেশে কেউ গৃহহারা থাকবে না। কেউ কুঁড়ে ঘরে থাকবে না। যাদের জমি নেই, তাদের খাস জমি দেওয়া হবে। একটি মানুষও কুঁড়ে ঘরে থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে দেশ থেকে ক্ষুধা দারিদ্র মুক্ত করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়শীল দেশে পরিণত করেছেন। এই মাটিতে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না। বাংলাদেশ হবে শান্তি দেশ।’
এ সময় উঠান বৈঠকে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, বর্তমান সংসদ সদস্যের আমলে আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। বিগত ’১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আমাদের এলাকার মানুষ নৌকায় ভোট দেয়নি, তারপরেও এমপি রবি রাস্তা-ঘাট, বিদ্যুৎ, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। আমরা এবার শেখ হাসিনার নৌকায় ভোট দেব।”

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version