Site icon suprovatsatkhira.com

বাঁশদহ’র হাওলখালীতে উঠান বৈঠকে এমপি রবি : উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে শুক্রবার বিকালে সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের ০১নং ওয়ার্ডে হাওলখালী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মঈনুল সরদারের বাড়ির উঠানে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই দেশে উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পুরো সময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। তার প্রমাণ দেশের প্রতিটি সেক্টরের উন্নয়ন কর্মকাÐ, যা দৃশ্যমান। আওয়ামী লীগ জানে মানুষের কীভাবে উন্নয়ন হবে। প্রতিটি গ্রামকে নগরের সুবিধায় গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিটি গ্রামকে নগরের মতো উন্নয়ন করা হবে। গ্রামাঞ্চলের মানুষ নগরের মতো সুবিধা পাবে। এসময় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহŸান জানান তিনি।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা চেয়ে এমপি রবি আরো বলেন, আওয়ামী লীগ লুটপাট করতে আসে না, মানুষের কল্যাণে কাজ করে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার ঘরে ঘরে বিদ্যুৎ তা বাস্তবে রূপ নিয়েছে। বর্তমান সরকারের সময় বিদ্যুতের রেকর্ড উৎপাদন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা অল্প কিছুদিনের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। তাই উন্নয়ন ও শান্তি ধারা অব্যাহত রাখতে দেশের জনগণকে আবারো নৌকায় ভোট দেওয়ার আহŸান জানান তিনি।
এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হওয়ায় বাঁশদহ’র হাওয়ালখালীর উঠান বৈঠক বিশাল জনসমুদ্রে পরিণত।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, মির্জা নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন, মিজাা নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
উঠান বৈঠকে এমপি রবি উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের আশ^াস দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version