Site icon suprovatsatkhira.com

বল্লীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মডেল টেস্ট শুরু আজ

বল্লী প্রতিনিধি: আজ (০৬ সেপ্টেম্বর) থেকে বল্লী ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের মডেল টেস্ট শুরু হচ্ছে। এতে ইউনিয়নের আটটি বিদ্যালয়ের ১শ ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রথম মডেল টেস্ট অনুষ্ঠিত হবে ৫০নং বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
টেস্টে আমতলা বাসাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০জন, বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩১জন, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৫জন, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৪জন, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭জন, কাঁঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯জন, ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৫জন এবং রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার। তিনি জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version