Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধু টুর্নামেন্টে ধুলিহর চ্যাম্পিয়ন

বাহলুল করিম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ (অনূর্ধ্ব ১৭) এর সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ধুলিহর ইউনিয়ন।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ধুলিহর ইউনিয়নের পক্ষে মোমিন একটি গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। কিছুক্ষণ পরে ধুলিহর ইউনিয়নের পক্ষে মোমিন আবার একটি গোল দেয়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে ধুলিহরের পক্ষে মাছুম বিল্লাহ আরও একটি গোল দেয়। এতে ধুলিহর ইউনিয়ন ৩-০ গোলে আলিপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকে যারা বিজয়ী হয়েছে তাদের প্রতি শুভ কামনা রইল। যারা পরাজিত হয়েছে তাদেরও শুভ কামনা জানাই। তারা যেন আগামীতে আরও ভাল খেলা করে বিজয়ী হতে পারে। এই প্রত্যাশা রাখি। আগামী ১৫-১৭ তারিখ জেলা পর্যায়ের বাছাই শুরু হবে। আমি আশা করবো যারা বিজয়ী হয়েছো তাদের টিম জেলা পর্যায়ে খেলবে ও ভাল করবে। আমাদের সকলের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো খেলার সময় আচরণটা ঠিক রাখা। কেননা খেলায় হার-জিত থাকবে। খেলাটা কিন্তু বন্ধুত্বের জন্য, ভ্রাতৃত্বের জন্য। খেলাটা যদি বন্ধুত্বপূর্ণ খেলা হয় তাহলে কিন্তু বঙ্গবন্ধু নামের এই গোল্ডকাপ সার্থকতা পাবে। খেলার সময় নিজের মাথা গরম করা যাবে না। খেলোয়াড়রা সকলেই আমাদের বন্ধু। সুতরাং বন্ধু যদি এগিয়ে যেতে পারে, বন্ধুত্ব যদি এগিয়ে যেতে পারে তাহলে সেখানেই ফুটবলের জয়গান হবে।
শুভেচ্ছা বক্তব্যে আসাদুজ্জামান বাবু বলেন, আমরা একটি সুন্দর খেলা উপভোগ করছিলাম। গ্রীষ্মকালীন যে খেলাটি হয়েছিল সেটাও ভাল হয়েছিল। খেলায় অনেকেরই আচরণ ঠিক ছিল না। আমি আশা করবো খেলার সময় খেলোয়াড়রা তাদের আচরণ ঠিক রাখবে। আগামীতে তোমাদের ভিতর থেকে হয়তো কোন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে। সাতক্ষীরা থেকে এর আগে অনেক ভাল ভাল খেলোয়াড় তৈরি হয়েছে। আশা করি আগামীতে তোমরা সাতক্ষীরার নাম উজ্জ্বল করবে।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। খেলায় সেরা গোলদাতার ট্রফি পান মোমিন। সেরা খেলোয়াড়ের ট্রফি পান মাছুম বিল্লাহ। খেলা পরিচালনা করেন এ কে আজাদ কাকন, ওয়াসিউদ্দীন খান পিপুল, আছাদুর রহমান ও জাফরুল খান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version