পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল রশীদ গাজীর প্রতিবন্ধী সন্তান মিয়ারাজের চিকিৎসায় এগিয়ে গেলেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক, নাট্য নির্মাতা জি.এম সৈকত।
মিয়ারাজ জানান, প্রায় তিনবছর আগে সন্ত্রাসীদের ছুরির আঘাতে তিনি মারাত্মক আহত হন এবং পঙ্গুত্ববরণ করেন। উঠে দাঁড়াতে পর্যন্ত পারেন না।
মিয়ারাজ আরও বলেন, এতদিন আমি সবকিছু অন্ধকার দেখছিলাম, সাহস হারিয়ে ফেলেছিলাম। মাঝে মাঝে আত্মহত্যা করার কথা ভাবতাম। আজ জি.এম সৈকত ভাইয়ের প্রচেষ্টায় আমি আবার স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছি।
জি.এম সৈকত বলেন, ডা. সুব্রত ঘোষের সহযোগিতায় হলি ফ্যামিলি হাসপাতালের বিভাগীয় প্রধান নিউরো সার্জন প্রফেসর কামরুল ইসলামের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেলে নিউরো সার্জন প্রফেসর সুকৃতি দাসের সহযোগিতায় তাকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলে আমি মনে করি। খুব শীঘ্রই মিয়ারাজের অপারেশন হবে।
প্রতিবন্ধী মিয়ারাজের পাশে দাঁড়ালেন জি.এম সৈকত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/