Site icon suprovatsatkhira.com

পিতার অপহরণ মামলা, মেয়ের অস্বীকার

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জে মেয়েকে অপহরণ করা হয়েছে দাবি করে মামলা করেছেন পিতা মো. একরাম হোসেন। কিন্তু মেয়ে তা অস্বীকার করে বলছে, আমি অপহৃত হয়নি। বিয়ে করে সুখে শান্তিতে আছি। গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানায় এই মামরা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর বেলা ২টার সময় তানিয়া পারভীন (১৬) নেংগী বামনহাট গ্রামে রাজগুল স্যারের বাড়িতে প্রাইভেট পড়ার জন্যে বের হয়। এ সময় কালিকাপুর গ্রামের আখের আলী শেখের ছেলে রাজু (২১) এবং তার ৩-৪জন বন্ধু তানিয়াকে অপহরণ করে।
অপর দিকে খোঁজ নিয়ে জানা গেছে, তানিয়া পারভীন তার স্বামী রাজুকে নিয়ে সংসার করছে। তানিয়া পারভীনের কাছে বিষয়টি জানতে চাইলে সে বলে, আমি আমার নিজের ইচ্ছায় রাজুর সাথে বিয়ে করেছি এবং সুখে শান্তিতেই আছি। এই মামলায় আমার প্রতি অবিচার করা হচ্ছে। তিনি আরও বলেন, আমার পিতা আমাদের এই বিবাহ মেনে নিতে চাই না তাই এই অপহরণ মামলা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version