দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় প্রেমিকের মায়ের মারপিটের ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঝ পারুলিয়া গ্রামের আরিজুল ইসলামের মেয়ের সাথে একই এলাকার আব্দুস সামাদ মোল্যার ছেলে অনার্স ২য় বর্ষে পড়–য়া সাইফুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত শুক্রবার সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে সাইফুল ইসলাম তার বাড়িতে ডেকে নিয়ে আসে। কিছু সময় পর সাইফুলের মা বাড়িতে আসলে তাদেরকে একসাথে দেখে ফেলে। ছেলের মা মাজিদা খাতুন তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও মেয়েটিকে মারপিট করে। তখন ওই ছাত্রী বাড়িতে যাওয়ার জন্য তার পরিবারকে জানায়। কিন্তু ছেলের মার বঞ্চনা সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। ওই ছাত্রী শনিবার কলেজে এসে বাসায় যাওয়ার পথে সখিপুরের জামান ট্রেডার্স থেকে বিষ কিনে নিয়ে যায়।
পরে, বিষের গন্ধ বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক সখিপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে জামান ট্রেডার্সের সাদিক হোসেন বলেন, আমি কোন ছাত্রীর কাছে বিষ বিক্রি করি নি। প্রশ্নের এক পর্যায়ে সে ছাত্রীকে বিষ দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি তাকে হাসপাতালে দেখে এসেছি ও তার চিকিৎসার খরচও দিয়েছি। এ ব্যাপারে আমি আপনাদের সাথে বলতে পারব না।
তবে এ ব্যাপারে প্রেমিক সাইফুল ইসলামের কাছে জানতে তার ব্যবহৃত নাম্বারে কল দিলে ফোনটি বন্ধ দেখায়। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারুলিয়ায় প্রেমিকের মায়ের মারপিট, প্রেমিকার আত্মহত্যার চেষ্টা!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/