Site icon suprovatsatkhira.com

পারুলিয়ায় পিডি হার্থ মায়েদের সেশন পরবর্তী অভিজ্ঞতা মূল্যায়ন

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় অপুষ্টির শিকার শিশুদের পুনর্বাসনের জন্য এবং মা-পরিচর্যাকারীদের পুষ্টি বিষয়ক সচেতনতা ও উদ্বুদ্ধমূলক কাজের আওতায় (পিডি হার্থ) মায়েদের সাথে সেশন পরবর্তী মূল্যায়ন অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এডিপি’র ইনহেল্ডার প্রজেক্টের আওতায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা এপিসি ম্যানেজার মিথিলœা মেন্ডিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. আব্দুর লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সালাউদ্দীন সারাফি, নারগিছ পারভীন, হামিদা পারভীন, সাবেক প্রধান শিক্ষক মোসলেহ উদ্দীন মুকুল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এডিপি’র ইনহেল্ডার প্রজেক্টের পিও রফিকুল ইসলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনহেল্ডার প্রকল্পের ইউপিজিএফ শফিকুল ইসলাম।
এসময় স্থানীয়ভাবে পুষ্টি উপকরণ তৈরি করে শিশুদের পুষ্টি ঘাটতি দূর করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। একই সাথে নিরাপদ পুষ্টি উপাদান তৈরি করতে ১৬৫ জনকে বিভিন্ন শাক-সবজির বীজ, বিছানা চাঁদর, সাবানসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version