সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: পারুলিয়ায় পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভায় বক্তারা বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান একযোগে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পারুলিয়া ইউনিয়নে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহোল্ডার প্রকল্পের ভিপিজিএফ শফিকুল ইসলাম ও মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের প্রোগাম অফিসার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সচিব ও প্রকল্পের সদস্য সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইয়ামিন মোড়ল, মোকাররম হোসেন, নার্গিস খাতুন, হামিদা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সফিকুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত ঘোষ, রবিউল ইসলাম, শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।
পারুলিয়ায় পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটির সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/