Site icon suprovatsatkhira.com

পারুলিয়ায় গ্রাম উন্নয়ন কমিটির মূল্যায়ন সভা

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় গ্রাম উন্নয়ন কমিটির (ভিডিসি) বাৎসরিক কাজের অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এডিপি’র ইনহেল্ডার প্রজেক্টের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খেজুর বাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সারাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন আশাশুনি এডিপি’র প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, হামিদা পারভীন, জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা, ইউপি সদস্য মোকারম শেখ, ফারুক হোসেন, নারগিছ পারভীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইনহেল্ডার প্রকল্পের ইউপিজিএফ শফিকুল ইসলাম। এ সময় দরিদ্র পরিবারের গরু, হাঁস, টয়লেট, গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যে বিভিন্ন সমাজ উন্নয়ন কাজ নিয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version