পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার নগরঘাটায় মমতাজ বেগম হত্যার দু’দিন পর অবশেষে হত্যাকারী নিহতের মেয়ে মারিয়াম সুলতানা টুম্পার (২৫) বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) পাটকেলঘাটা থানায় এই মামলা দায়ের করেন থানার এসআই আসাদুজ্জামান। পেনাল কোড ৩০২ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নাং-০৫।
মামালার এজাহারে বলা হয়েছে, নগরঘাটা গ্রামের মৃত আ. সবুরের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এর সাথে সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তার মেয়ে মারিয়াম সুলতানা টুম্পা পারিবারিক কলহের কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করলে তার মা মারাত্মক অসুস্থ হয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য ডাক্তার জগদিশ সানা মমতাজের অবস্থা খারাপ দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার কথা বলে। অ্যাম্বুলেন্সে তাকে খুলনা সিটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে আসামি টুম্পা খাতুন মৃত দেহকে অ্যাম্বুলেন্সে বাড়ি এনে স্ট্রোকজনিত কারণে মা মমতাজের মৃত্যু হয়েছে বলে প্রচার করে। তালা পাটকেলঘাটা সার্কেলের এএসপি অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে মৃত মমতাজ বেগমকে দাফন করা হয়। সুরতহাল রিপোর্টে মমতাজ বেগমের মাথায় আঘাতের চিহ্ন আছে বলে এসআই আসাদুজ্জামান উল্লেখ করেন।
তালা পাটকেলঘাটা সার্কেলের এএসপি অপু সরোয়ার জানান, সুরতহাল রিপোর্টে মমতাজ বেগমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় নিহতের মেয়ে টুম্পার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
পাটকেলঘাটায় মাকে হত্যার দায়ে মেয়ের বিরুদ্ধে মামলা!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/