পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মাইক্রো-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পাটকেলঘাটার শাকদাহ গ্রামীণ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা মুনজিতপুর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), এলাহি বক্সের স্ত্রী তহমিনা খাতুন (৭০), সমছের আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৭০), আব্দুস সোবহান সরদারের ছেলে সালমান (১২), মনোয়ার হোসেনের ছেলে তানজিম হোসেন অনিক (১০) এবং ভোমরা এলাকার আমিরুল ইসলামের ছেলে সাগর (২২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরার শহরের মুনজিতপুর থেকে তালার তেতুলিয়ায় যাওয়ার জন্য ১০জন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র শাকদাহ টাওয়ারের সামনে পৌঁছুলে বিপরীত দিক আসা মাইক্রো (ঢাকা মেট্রো-চ ৫১-১৫৭৩) তাদের ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর সাত যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাটকেলঘাটার পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার এসআই দীন মোহাম্মদ জানান, আহতদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাইক্রো ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে মাইক্রোটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
8,634,726 total views, 14,276 views today